আজ মডেল- অভিনেত্রী জারার জন্মদিন
তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী জাইসা জারা। নিজের অভিনয় ও সৌন্দর্য শোবিজে দিয়ে দর্শকমহলে এগিয়ে চলছেন আপন মহিমায়।
আজ তার জন্মদিন। দিনটিতে তার পরিচিতি বন্ধু ও শুভাকাঙ্খীরা ফোন ও এসএমএস করে শুভেচ্ছা জানাচ্ছেন
জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান; জন্মদিন প্রতিটি মানুষের জীবনের বিশেষ একটি দিন। দিনটি নিজের মত করেই কাটাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়৷
২০২২ সালে শর্টফিল্ম এর মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হলেও জারা এখন পর্যন্ত অর্ধশতাধিক নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি পূর্বাচল ৩০০ ফিট ডাক্তার বাড়িতে 'ব্যাচেলর টিম' এর ৩ টি শর্টফিল্ম এর কাজ শেষ করেছেন।