1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

মন্ত্রে ভর করেই এবার পর্দায় আসছেন তামান্না

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অভিনেত্রী তামান্না ভাটিয়া টলিউড থেকে বলিউড সব জায়গায়ই দাপটের সঙ্গে কাজ করছেন। তবে ব্যক্তিগত জীবনে সেই সাফল্যের ছাপ নেই বললেই চলে।

কিছুদিন আগেই অভিনেতা বিজয় ভার্মারের সঙ্গে তার সম্পর্কের ভাঙন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে মুক্তি পেয়েছে তামান্না অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’-এর ট্রেলার।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গেইটিতে মুক্তি পেয়েছে ‘ওডেলা ২’-এর হাড় হিম করা ট্রেলার। তেলেগু ছবিটি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে। আধিভৌতিক ছবিটির ট্রেলার মুক্তির পর সংবাদ সম্মেলনে তামান্না ভাটিয়া নিজের জীবনের কঠিন সময় নিয়ে কথা বলেন। কঠিন সময়কে কীভাবে সামলান? এমন প্রশ্নে তামান্না বলেন,আমার মনে হয়, জীবনে যখন কোনো কঠিন সময় আসে বা কোনো সমস্যার মধ্য দিয়ে আমরা যাই, তখন বাইরে কোনো অবলম্বন খোঁজার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি, আমরা যা চাই, তা আমাদের ভেতরেই আছে। তাই বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন আমাদের নেই। আমরা যদি সত্যি করে নিজেদের ভেতরে উঁকি মেরে দেখি, তাহলে আমরা আমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাব।

এক প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই বাইরের অবলম্বনের খোঁজ করি। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের প্রয়োজনীয় সব উত্তর আমাদের ভেতরেই থাকে। নিজের ভেতরে তাকালেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।’

ছবির ট্রেলারে দেখা গেছে, তামান্না তন্ত্রমন্ত্রে মগ্ন। এই প্রসঙ্গ টেনে এক পাপারাজ্জি জানতে চান, বাস্তবে কাকে তন্ত্রমন্ত্রে বশ করতে চান তিনি? মজার ছলে তামান্নার জবাব, ‘তাহলে তো আপনাকেই করতে হবে! যাতে সব পাপারাজ্জি আমার কথায় ওঠে-বসে।

‘ওডেলা ১’ ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পায়নি। কিন্তু ‘ওডেলা’র দ্বিতীয় পর্ব হিন্দিতে ‘ডাব’ করা হয়েছে। তামান্নাই কি এর কারণ? অভিনেত্রী বলেন, ‘কোনো সিনেমা একজনের কারণে চলে না। একটা ছবির পেছনে গোটা দলের পরিশ্রম থাকে। তাই আমি একা এ কৃতিত্ব নিতে পারি না। এই ছবি যদি সফলতা পায়, তাহলে আমরা আরও পর্ব নির্মাণ করব।

পরিচালক অশোক তেজা জানান, শুটিংয়ের সময় তামান্না সম্পূর্ণ ভিন্নভাবে চরিত্রে ডুবে ছিলেন—মাছ-মাংস ছেড়ে দিয়েছেন, এমনকি জুতা পর্যন্ত পরেননি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই চরিত্রে তিনি কোনো মেকআপও করেননি।

আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ওডেলা ২’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট