গাজায় ইসরায়েইলের চলমান নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না।
আজ বিকেলে আফতাবনগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন আফতাবনগর ও আশেপাশের এলাকার পাঁচ শতাধিক মানুষ, যাদের হাতে ছিল গাজা নিয়ে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড।
বিক্ষোভ মিছিল শেষে চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না বলেন, গাজায় ইসরায়েলের বর্বর হামলা মানবতা বিরোধী অপরাধ। এই হামলা ও নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাই।
এদিকে, গাজায় চলমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন।