1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও প্রথম পরিচিতি পান ছোটপর্দায় হিন্দি ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এ অভিনয় এর মাধ্যমে। এরপর বলিউড হয়ে দক্ষিণের (তামিল-তেলেগু) সিনেমা ইন্ডাস্ট্রিতে পদচারণা শুরু।  বলছি বলিউড অভিনেত্রী হাংসিকা মোতওয়ানির কথা। তবে প্রকাশ্যে একবার তার শরীর নিয়ে মশকরা ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল।

২০২৩ সালে ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন হাংসিকা। মনোজ দামোদরন পরিচালিত এ সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন আদি পিনিসেট্টি। আর পার্শ্ব-অভিনেতা ছিলেন রোবো শঙ্কর। সেই সময় পার্শ্ব-অভিনেতার একটি আক্ষেপ ছিল— অভিনেত্রী হাংসিকাকে ছুঁতে পারেননি তিনি।

সিনেমার প্রচারের সময়ে এক অনুষ্ঠানে হাংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হাংসিকার দেহের বর্ণনা করেছিলেন অভিনেতা। এখানেই শেষ নয়; রোবো বলেছিলেন— আমি হাংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে তার পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়েছিলাম। শুধুই তার পা জোড়া স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।

শুধু নায়করাই স্পর্শ করতে পারেন নায়িকাদের। এই আক্ষেপও করেছিলেন রোবো। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন হাংসিকাও। কিন্তু এই মন্তব্য শুনেও তিনি প্রতিবাদ করতে পারেননি। অস্বস্তিতে পড়ে শুধু হাসতে থাকেন অভিনেত্রী। তবে এক সাংবাদিক বিষয়টির দিকে আঙুল তুলেছিলেন। পরে রোবোর হয়ে হাংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন আরেক অভিনেতা জন বিজয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট