বিয়ে করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মিরপুর ডিওএইচএসে অভিনেতার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
শুক্রবার রাতে প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন।
পাত্রী আফসানা আক্তার একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। আট মাস ধরে দুজনের পরিচয়, পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি।
সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা।