1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

ঈদের তৃতীয় দিন ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘সুভাশানী’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর শতাধিক নাটক নির্মিত হয়। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি সেই ধারাবাহিকতায় SAF এর ইউটিউব চ্যানেলে রাত ৯:১৩ মিনিটে আসছে ঈদের ১০০ পর্বের ধারাবাহিক নাটক “সুভাশিনী’। নাটকটিতে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ আচার্য্য এবং কাহিনী সোমা আচার্য্য।নাটকটিতে অভিনয় করেছেন – রাসেল মিয়া, সোমাকাশ, হিমাদ্রি হিমু,অপসরা, রাকিবুল ইসলাম রাকিব,রকি, অঞ্জলী, মিঠুন, পলাশ ও সরল হাসমত।

গল্পে দেখা যাবে, “বাংলাদেশের ছোট ছোট গ্রামে, যেখানে একজন বিধবা নারীকে সমাজের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেখান থেকে উঠে আসে এক গল্প। এটি এমন একটি গল্প, যেখানে কেবল একজন নারী নয়, বরং একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। ‘সুভাশিনী’—একজন নারীর সাহসী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে থাকে একটি নতুন চ্যালেঞ্জ, আর একটি করে নতুন জয়।

‘মায়াবিনী’ খ্যাত পরিচালক আকাশ আচার্য্য বলেন, আগে অনেক সিনেমা নির্মান করেছি। এখন ইউটিউব চ্যানেল এর নাটক নিয়ে ব্যস্ত থাকি। কারন আমাদের দেশে এখন দুই ঈদ ব্যাতিত বাংলা সিনেমা চলে না।তাই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য নাটক নিয়ে ব্যস্ত আছি। আমার সুভাশিনী ১০০ পর্বের। আপনারা সবাই দোয়া করবেন সুভাশিনীর জন্য।

” সুভাশিনী ” চরিত্রের সোমা আচার্য্য বলেন, আমি একজন অভিনেত্রী অভিনয় আমার পেশা নেশা। অভিনয় আমার জীবন। যতদিন বেঁচে থাকবো নাটক, চলচ্চিত্র, মঞ্চ নিয়ে বাঁচতে চাই। ‘সুভাষিনী’ নাটক ১০০ পর্বের। সুবাসিনী চরিত্রে আমি অভিনয় করেছি জানিনা দর্শকদের কতটুকু দিতে পারবো। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করি আমার দর্শকরা ‘সুবাসিনী’ দেখে মুগ্ধ হবে।

নির্মাতা আকাশ আচার্য্য জানান, “‘সুভাশিনী’—প্রতিটি পর্ব, প্রতি সপ্তাহে, এক ঘন্টা ধরে আপনাদের সামনে আসবে। ঈদের দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট