1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

দেশের সর্বোচ্চ রকস্টার মাহফুজ আনাম জেমস। দেশের গণ্ডি পেরিয়েও তার জনপ্রিয়তা সর্বাধিক। সব বয়সের সংগীতপ্রেমীদের কাছে জেমস মানেই উন্মাদনা। প্রায়ই তিনি দেশের বাইরে যান কনসার্টে। আরও একবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন তিনি ও তার ব্যান্ড নগর বাউল।

১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক কনসার্টে অংশ নেবেন এই রকস্টার। হতে যাচ্ছে বিশাল আয়োজন। এতটাই বিশাল আয়োজন, বলা হচ্ছে এটি হতে যাচ্ছে বাংলাদেশি কোনও সংগীতশিল্পীর জন্য নতুন ইতিহাস।

এরই মধ্যে ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ ডলার থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে, যা পাওয়া যাচ্ছে ticketfuse.com-এ।

কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে একজন জানান, ‘এর আগে ডালাসে এত বড় ভেন্যুতে কোনও বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।

দেশের চলমান পরিস্থিতিতে সব সেক্টরের শিল্পীরাই আছেন বিপদে। গত কয়েক মাসে বাতিল হয়েছে বিভিন্ন কনসার্ট। এমন সময়ে দেশের বাইরের এই কনসার্ট নিশ্চয়ই স্বস্তি দেবে জেমস ও তার ব্যান্ড নগর বাউলকে। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট