1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল এফডিসি

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, পলি, সনি রহমান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। সেসঙ্গে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করি। পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

খবর-কালবেলা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট