ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা মুকিত জাকারিয়া। একসময় একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করলেও পরবর্তী সময়ে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। নাটকেও অভিনয় শুরু করেন। যে কারণে পরে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা এবং অভিনয় করাই তার পেশা হয়ে দাঁড়ায়।
নোয়াখালীর সন্তান মুকিত জাকারিয়ার বাবার চাকরিসূত্রে জন্ম চট্টগ্রামে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম মুকিত জাকারিয়াকে বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ৯৬টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। তার ভাষ্যমতে প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। সর্বশেষ মুকিত জাকারিয়া চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে একটি চালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। যেটি নির্মাণ করেছেন সানজিদ খান প্রিন্স। ইতোমধ্যে বিজ্ঞাপনটির প্রচারও শুরু হয়েছে বলে জানান মুকিত জাকারিয়া।
মুকিতের বিশ্বাস আর অল্প কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনে তিনি একটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন। অর্থাৎ আর চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেই ১০০টি বিজ্ঞাপনের মডেল হিসেবে খ্যাতি অর্জন করবেন তিনি।
মুকিত জাকারিয়া বলেন, ‘এটা সত্যি যে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে করতে কখন যে প্রায় ১০০টি বিজ্ঞাপনে কাজ করা হয়ে উঠবে এটা ভাবিনি। তবে আমি সব সময়ই চেষ্টা করেছি পণ্যের প্রচারণায় নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে। কারণ, সিনেমায় একটি স্টোরি দর্শকের সামনে পারফেক্টলি উপস্থাপন করা হয় দেড়-দুই ঘণ্টায়। আবার নাটকে ৪০-৫০ মিনিটে। কিন্তু বিজ্ঞাপনে তা উপস্থাপন করতে হয় ৩০-৪০ সেকেন্ডে। যে কারণে পরিচালককে অনেক শ্রম দিয়ে কষ্ট করে বিজ্ঞাপন নির্মাণ করতে হয় বুদ্ধিমত্তা দিয়ে। সেই সঙ্গে যারা মডেল হিসেবে কাজ করেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের লুক, তাদের এক্সপ্রেশনও পারফেক্টলি কাজ করতে হয় যাতে এই অল্প সময়ের মধ্যেই পণ্যটির ব্যাপারে দর্শক একটি পূর্ণাঙ্গ ধারণা পায়। ধন্যবাদ জানাই আমার ভক্ত-দর্শককে যারা সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। ধন্যবাদ আমার সব বিজ্ঞাপন ও নাটকের নির্মাতাদের।’
এদিকে কায়সার আহমেদের ‘গোলমাল’, শাহরিয়ার তাসদিকের ‘সিটি লাইফ’সহ তপু খান, ইমরান হাওলাদারের ধারাবাহিকে অভিনয় করছেন। ইতোমধ্যে হারুন রুশো’র তিনটি খণ্ড নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। আজ তিনি ‘সিটি লাইফ’র শুটিংয়ে থাকবেন। মুকিত অভিনীত প্রথম সিনেমা ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’।