ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে আলোচনার মধ্যে খবর এসেছে, এবার সৌরভই অভিনয় করেছেন ওটিটির একটি সিরিজের প্রচার ভিডিওতে।
আনন্দবাজার লিখেছে, সেই সিরিজের নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
নীরজ পাণ্ডের ওয়েব সিরিজটি মুক্তির আগেই শোরগোল ফেলে দিয়েছে। প্রথম পর্বে নীরজ বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক দেখিয়েছিলেন। দ্বিতীয় পর্বের প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ।
এই রাজ্যের অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প বলবে ‘খাকি ২’। ২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
নেটফ্লিক্সের এই সিরিজের প্রচার ভিডিওতে কাজ করেছেন সৌরভ; সেখানে তিনি এসেছেন পুলিশ অফিসার হয়ে।
১৫ মার্চ প্রকাশ হবে ‘খাকি ২’ সিরিজের প্রচার ভিডিওটি।
ওই ভিডিওতে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ে ইচ্ছুক ভারতের ক্রিকেটের সাবেক অধিনায়ক। তিনি অভিনয়ের পরীক্ষা দিতে পুলিশি পোশাকে পরিচালকের সামনে উপস্থিত হন। পরিচালক তাকে অভিনয়ে নেবেন কী না সেটি জানা যাবে ভিডিও প্রকাশের পর।
এই সিরিজের হাত ধরে প্রথমবারের একসঙ্গে পর্দায় আসছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র মদনানী জিৎ। রাজনীতিবিদের ভূমিকায় আছেন প্রসেনজিৎ; আর ডাকসাইটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে জিৎ ও পরমব্রতকে।
সিরিজে প্রসেনজিৎ ও জিৎ ছাড়াও একাধিক বাঙালি অভিনেতা কাজ করেছেন। আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস। এছাড়া আরেক চমক হল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীকে অভিনয়ে পাওয়া যাবে এই সিরিজে।
‘খাকি ২’ এর টিজারের ভিডিওর শুরুতে দেখা গেছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরো ঝলক।
খুনখারাবি-রক্তপাতের সাথে নানা ধরনের অস্ত্র তৈরি দৃশ্যও আছে টিজারে। সিরিজে কলকাতার রাজনীতি, গ্যাংস্টারদের দাপট তুলে ধরা হয়েছে।
নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়।