এবছর ভালোবাসা দিবসে দর্শকদের জন্য চরকি হাজির হয়েছে তাদের অরিজিনাল ফিল্ম ঘুমপরী নিয়ে! নির্মাতা জাহিদ প্রীতমের গল্প ও নির্মাণে রিলিজের পর থেকেই প্রশংসায় ভাসছে ঘুমপরী। আর দারুণ দর্শকপ্রিয়তা পাওয়া ঘুমপরী দেশের ওটিটি প্লাটফর্মে সফলভাবে তুলে এনেছেন আরো একজন অভিনয়শিল্পীকে, যার নাম পারভেজ সুমন।
ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা এবার ওটিটিতেও দর্শকের নজর কাড়লেন সফলতার সাথেই। শুরু থেকেই ঘুমপরীতে অভিনয় করা অন্যান্য অভিনয় শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি এবং তার অভিনীত চরিত্র ‘শহীদ ভাই’।
নেটিজেনদের মতে, এ যেন এক অন্য পারভেজ সুমন, যিনি ‘শহীদ ভাই’ চরিত্রে সফলতার সাথেই শতভাগ মিশে যেতে পেরেছেন, যা তার ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
এ নিয়ে পারভেজ সুমনের সঙ্গে যোগাযোগ করলে প্রথমেই তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ঘুমপরীর নির্মাতা জাহিদ প্রীতমকে।
তিনি জানান, ‘শহীদ ভাই’ চরিত্রটি তার জন্য যেমন সারপ্রাইজিং ছিল, তেমনি চ্যালেঞ্জিং ছিল। তবে চ্যালেঞ্জটা তার একার ছিল না, চ্যালেঞ্জ ছিল নির্মাতা এবং তার টিমেরও। কেন না, তিনি নির্মাতা প্রতিষ্ঠানের প্রথম পছন্দ ছিলেন না। ঘুমপরীর নির্মাতা জাহিদ প্রীতম প্রতিষ্ঠানের সাথে একপ্রকার চ্যালেঞ্জ নিয়েই পারভেজ সুমনকে কাস্টিং করেন। পারভেজ সুমনও চ্যালেঞ্জটা ভালোভাবেই গ্রহণ করেন এবং তার পুরোটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। আর ফলাফলতো এখন চোখের সামনেই দৃশ্যমান।
ঘুমপরী রিলিজের পর এক ফেসবুক পোস্টের কমেন্টে নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘শহীদ ভাই’ আমার অন্যতম একটি চরিত্র হয়ে থাকবে, এবং সেটা পারভেজ সুমন ছাড়া সম্ভব ছিল না। শহীদ জন্ম নিয়েছে সুমনের জন্যই।
এর আগেও বেশ কয়েকটি ওয়েবফিল্ম ও সিরিজে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন তিনি। তবে নিজেকে প্রমাণের মত চরিত্র এটাই প্রথম ছিল পারভেজ সুমনের এবং তিনি সফলতার সাথে নিজের জাত চেনাতে সক্ষমও হয়েছেন।
সৌজন্যে: খবরের কাগজ।